অর্থনীতি

বিএমবিএ’র সাবেক সভাপতি ছায়েদুরসহ ৫ জনের ব্যাংক হিসাব জব্দ

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মো. ছায়েদুর রহমানসহ পাঁচজনের ব্যাংক হিসাব জব্দ করেছে। অন্য চার ব্যক্তি হলেন—শেয়ারবাজারের আলোচিত ব্যক্তি জাভেদ এ মতিন, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি সিডব্লিউটির মনিজা চৌধুরী, মো. দেলোয়ার হোসাইন ও শরিফুল ইসলাম। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তাদের ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বিএফআইইউ।

মঙ্গলবার (২০ আগস্ট) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো চিঠিতে হিসাব জব্দ করার নির্দেশনা দিয়েছে বিএফআইইউ।

বিএফআইইউ’র নির্দেশনা বলা হয়েছে, এসব ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবে আগামী ৩০ দিন কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময়সীমা বাড়ানো হবে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউ’র চিঠিতে বলা হয়েছে। চিঠিতে আলোচ্য ব্যক্তিদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

 বিএফআইইউ’র নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন: হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।