অর্থনীতি

ভবনসহ জমি কিনবে ফারইস্ট নিটিং

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ তিনতলা ভবনসহ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফারইস্ট নিটিংয়ের জন্য গাজীপুরের কালীয়াকৈয়র এলাকায় ৩১৮.৫০ শতক জমি ও তিনতলা ভবন কেনা হবে। এ ভবনসহ জমি কিনতে কোম্পানিটির মোট ২০ কোটি টাকা ব্যয় হবে। সেখানে উৎপাদন, প্রিন্টিং, ডাইং ও নিটিংয়ের কাজ করবে কোম্পানিটি।

২০১৪ সালের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির মোট পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৬৬৬টি। চলতি বছরের ৩১ মার্চ মার্চ পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তাদের হাতে ৬৭.১৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩.৯৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৮.৮৬ শতাংশ শেয়ার রয়েছে।