অর্থনীতি

৩ হাজার কোটি টাকা বিনিয়োগের ব্যাখ্যা দিল আইসিবি

পুঁজিবাজারে বিনিয়োগ ও উচ্চ সুদে নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে সহায়তা দেওয়ার লক্ষ্যে সরকার প্রদত্ত রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ৩ হাজার কোটি টাকার তহবিল দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সেই তহবিল কোন কোন খাতে ব্যবহার করা হচ্ছে, তার ব্যাখ্যা দিয়েছে আইসিবি।

সোমবার (২৮ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই ব্যাখ্যা হাজির করেছে আইসিবি।

এতে বলা হয়, পুঁজিবাজারে বিনিয়োগ ও উচ্চ সুদে নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সদাশয় সরকারের রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ৩ হাজার কোটি টাকা মঞ্জুর ও বিতরণ করে।

বিতরণ করা অর্থ যথাযথ ব্যবহারের উদ্দেশ্যে আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে বোর্ডের দুজন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। আইসিবির প্রস্তাব ও মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুসারে ওই কমিটির তত্ত্বাবধানে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির সিকিউরিটিজে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২ হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠান থেকে পুঁজিবাজারে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ইতোপূর্বে উচ্চ সুদে গৃহীত ঋণের অংশবিশেষ পরিশোধে ব্যয় করা হয়েছে।

ওই তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরীক্ষা কায়ক্রম সম্পন্ন করে আইসিবি পরিচালনা বোর্ডকেও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে অবিহিত করা হয়েছে, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।