দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস ট্রাইস্টার সিকিউরিটিজ লিমিটেডের (ট্রেক-২৫৯) নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এ অবস্থায় ব্রোকারেজ হাউজটির গ্রাহকদেরকে তাদের হিসাব পর্যালোচনা ও শেষ করার অনুরোধ করেছে ডিএসই কর্তৃপক্ষ। এক্ষেত্রে যদি কোন গ্রাহকের সমস্যা হয়, তাহলে ডিএসইতে লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।