ঢাকায় অনুষ্ঠিত হলো ওয়ান রান আন্তর্জাতিক হাফ ম্যারাথন। এতে টাইটেল স্পন্সর ছিলো ‘ছুটি রিসোর্ট।
শনিবার (২৪ মে) ঢাকার হাতিরঝিলে হাফ ম্যারাথনের আয়োজন করা হয়।
ঢাকা ছাড়াও বিশ্বের ৩০টি দেশে একযোগে হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এতে চীন, কিরগিজস্তান, তাজিকিস্তান, বেলারুশ, ব্রাজিল, কাতার, ক্যামেরুন, সার্বিয়া, উজবেকিস্তান, নেপাল, মিশর, আর্মেনিয়া, পাকিস্তানসহ নানা দেশের দৌড়বিদরা অংশ নেন।
এই আয়োজনে বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নিয়েছে। যা আন্তর্জাতিক পরিসরে দেশের অংশগ্রহণকে এক নতুন মাত্রা দিয়েছে বলে আয়োজকরা জানান।
রাশিয়ান স্পোর্টস টিম হিরো লীগ ও বাংলাদেশের গেমপ্লে এই দৌড় অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন দৌড়ে অংশ নেওয়া শীর্ষ ফিনিশারদের হাতে পদক তুলে দেন।