সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে অর্জিত সুদ আয়ের ২৫ শতাংশ স্টক এক্সচেঞ্জ ইনভেস্টরস প্রোটেকশন ফান্ডে জমা রাখার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুঁজিবাজারে বিনিয়োগকারী স্বার্থ রক্ষায় এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
মঙ্গলবার (২৭ মে) অনুষ্ঠিত বিএসইসি’র ৯৫৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্ব করেন।
সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে অর্জিত সুদ আয়ের ২৫ শতাংশ স্টক এক্সচেঞ্জ ইনভেস্টরস প্রোটেকশন ফান্ডে জমা দিবে। আর বাকি ৭৫ শতাংশ অর্থ ব্রোকাররা ব্যবহার করতে পারবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ সিদ্ধোন্তের ফলে পুঁজিবাজারে বিনিয়োগকারী স্বার্থ সুরক্ষায় এবং বাজারে আস্থা বাড়াতে এই ফান্ড বড় অবদান রাখবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজগুলো বিনিয়োগকারীদের অর্থ সমন্বিত গ্রাহক হিসাবে রেখে পরিচালনা করে। এই হিসাবে থাকা অব্যবহৃত বা বিনিয়োগ না হওয়া টাকার উপর ব্যাংক সুদ দিয়ে থাকে। এতদিন পর্যন্ত এই সুদ আয় পুরোপুরি ব্রোকাররা নিয়ে নিত। এখন সেই সুদ থেকে অর্জিত আয়ের ২৫ শতাংশ স্টক এক্সচেঞ্জের ইনভেস্টরস প্রোটেকশন ফান্ডে জমা দিতে হবে। বাকি ৭৫ শতাংশ ব্রোকারদের কাছে থাকবে।