অর্থনীতি

জিপিএইচ ইস্পাতের প্রেফারেন্স শেয়ার ইস্যু বাতিল

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের প্রেফারেন্স শেয়ার ইস্যু করার প্রস্তাব বাতিল করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি। 

এর আগে কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবও বাতিল করা হয়।

রবিবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পর্ষদ ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে চেয়েছিল, যার অনুমোদন দেয়নি বিএসইসি।

এর আগে গত ২৭ মে জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করে দেয় বিএসইসি। 

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, দাখিলকৃত দলিলাদি সন্তোষজনক না হওয়ায় সার্বিক দিক বিবেচনায় জিপিএইচ ইস্পাতের রাইট ইস্যুর প্রস্তাব বাতিল করা হয়েছে।

এ কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫টি সাধারণ শেয়ার প্রতিটি ১৫ টাকা মূল্যে ১:৩ হারে রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ২৪১ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ২৭৫ টাকা মূলধন সংগ্রহের আবেদন করেছিল।