পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ‘জেনশন অ্যান্ড নিকোলসন প্যাকেজিং লিমিটেড (জেএনপিএল)’ নামে নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জেএনপিএলে ৫ কোটি ১০ লাখ টাকা বা ইক্যুইটির ৫১ শতাংশ বিনিয়োগ করবে বার্জার পেইন্টস। বার্জার পেইন্টসের বর্তমান সাবসিডিয়ারি কোম্পানি ‘জেনশন অ্যান্ড নিকোলসন’ ৪৯ শতাংশ বা ৪ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ করবে।
নতুন সাবসিডিয়ারি কোম্পানি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন ধরনের প্যাকেজিং পণ্য উৎপাদন করবে।