অর্থনীতি

পুঁজিবাজারে সূচকের উত্থান

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২ জুলাই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিনে ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৬৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫.০৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.৭৩ পয়েন্ট কমে ১ হাজার ৮১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৭৭টি কোম্পানির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত আছে ৫১টির।

এদিন ডিএসইতে মোট ৪৭৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৪৮.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ২৭১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৯০.৪১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫২৮ পয়েন্টে, শরিয়াহ সূচক ৭.৪০ পয়েন্ট বেড়ে ৮৭২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪৬.৮৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৯৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৪০টি কোম্পানির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত আছে ২৬টির।

সিএসইতে ৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৫ কোটি ৮০ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট।