ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ জুলাই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের লেনদেন কমেছে। তবে এদিন ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৯০০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫৬টি কোম্পানির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত আছে ৭৬টির।
এদিন ডিএসইতে মোট ৫৬৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৬৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২০.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৬০২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৮.১১ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৩৫ পয়েন্ট কমে ৮৯৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৬.৬৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১২৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৩৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৫টি কোম্পানির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির।
সিএসইতে ৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৫৯ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট।