এসএমই উদ্যোক্তা তৈরি ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতকে টেকসই করতে মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) আয়োজিত এই কর্মশালায় সহযোগিতা করছে অর্থ মন্ত্রণালয়ের এসআইসিআইপি প্রকল্প এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি)।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি পরিচালক নওশাদ মোস্তফা। সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লাহ খান।
নওশাদ মোস্তফা বলেন, “নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে।”
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খান বলেন, “আমরা শুধু ব্যাংকিং কার্যক্রমেই সীমাবদ্ধ নই, বরং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও সক্রিয় ভূমিকা রাখছি। উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের আত্মনির্ভরতা নিশ্চিত করতে চাই।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক মো. আয়ুব আলী, বার্ড পরিচালক আবদুল্লাহ আল-মামুন, এআইবিটিআই প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারী, এবং কোর্স কো-অর্ডিনেটর সাইফ মো. জুলকার নাইন।
কর্মশালায় কুমিল্লা অঞ্চলের ২৫ জন নতুন ও আগ্রহী উদ্যোক্তা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে ব্যবসায়িক ধারণা, ব্যবস্থাপনা, বিপণন, আর্থিক পরিকল্পনা, নৈতিকতা ও উদ্যোক্তা মনোভাব গঠনের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হচ্ছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে প্রকল্পভিত্তিক অর্থায়ন ও ব্যবসায়িক পরামর্শ পাবেন বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।