ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। তবে, ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৯.৬১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৮.০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৭টি কোম্পানির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত আছে ৫৫টির।
এদিন ডিএসইতে মোট ৮৬০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬৭.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮৯৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৯৬.০৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৭২ পয়েন্টে, শরিয়াহ সূচক ৯.৭৬ পয়েন্ট বেড়ে ৯৩০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১১২.৮৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৭৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৫৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০২টি কোম্পানির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির।
সিএসইতে ১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৫৩ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট।