অর্থনীতি

ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের শনাক্ত করে সিআইবিতে রিপোর্ট করার নির্দেশ

ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের চিহ্নিত করে তাদের বিষয়ে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) রিপোর্ট করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানিগুলো ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা শনাক্ত ও চূড়ান্ত করার পর এ সংক্রান্ত তথ্য বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) রিপোর্ট করতে হবে। ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতাকে সিআইবিতে ইচ্ছাকৃত খেলাপি হিসেবে প্রদর্শন করতে হবে।

এছাড়া, ফাইন্যান্স কোম্পানিগুলো ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা হিসেবে চূড়ান্তকৃত গ্রাহকের যাচাই করা তথ্যসহ নির্ধারিত ফরম সিআইবিতে সরবরাহ করতে হবে। ফাইন্যান্স কোম্পানিগুলো ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতার ক্রমপুঞ্জীভূত তথ্য ত্রৈমাসিক ভিত্তিতে বিবরণী আকারে প্রতি ৩ মাস অন্তে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান, বাজার বিভাগ ও সিআইবির কাছে দাখিল করতে হবে।

একইসঙ্গে এ সংক্রান্ত যাবতীয় দলিলাদিসহ হালনাগাদ বিবরণী বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দলের চাহিদা মোতাবেক উপস্থাপন করতে হবে।

ফাইন্যান্স কোম্পানি কর্তৃক ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা শনাক্তকরণ ইউনিটের হালনাগাদ তথ্য (সদস্যের নাম, মোবাইল নাম্বার এবং ই মেইল এড্রেস) এবং যেকোনো পরিবর্তন সাতদিনের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগকে অবহিত করতেও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।