পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দুজন পরিচালক পৌনে ১৮ লাখ অর্থাৎ ১৭ লাখ ৭৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির পরিচালক তাসনিম বিনতে মোস্তফা ৮ লাখ ৯০ হাজার এবং মোস্তফা কামাল ৮ লাখ ৮৫ হাজার শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে ঘোষিত এই শেয়ার কেনা সম্পন্ন করবেন তারা।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৬ সালে। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ২৫ হাজার।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তাদের হাতে ৬০ দশমিক ১৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪ দশমিক ৭১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৫ দশমিক ১৬ শতাংশ শেয়ার রয়েছে।