দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আগামীকাল ৫ আগস্ট তারণ্যের উৎসব পালন করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ দিন রাজধানীর বিজয় সরণি এলাকায় র্যালিতে অংশ নেয়ার জন্য ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে সোমবার (৪ আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ আগস্ট দুপুর ১টায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সরকারি সকল দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারের সামনে র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিকে সাফল্যমণ্ডিত করতে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতি কামনা করা হয়েছে।