অর্থনীতি

সহযোগী কোম্পানির মালিকানা বিক্রি করবে কনফিডেন্স সিমেন্ট

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের সহযোগী কোম্পানি কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের মালিকানা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কনফিডেন্স সিমেন্ট লিমিটেড জানিয়েছে, কৌশলগত উদ্দেশ্য এবং তাৎক্ষণিক আর্থিক সীমাবদ্ধার এবং জরুরি অবস্থা পূরণের জন্য কোম্পানিটি তাদের সহযোগী কোম্পানি কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের মালিকানা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত ৪ আগস্ট অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় অন্যতম সহযোগী কোম্পানি কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের সাধারণ শেয়ারের সম্পূর্ণ মালিকানা কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেডের (সিপিএইচএল) অনুকূলে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। সহযোগী কোম্পানি ১৪০ কোটি ৯৮ লাখ টাকার বিনিময়ে বিক্রয় এবং হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।