ডিজিটাল পেমেন্টস খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘এক্সিলেন্স ইন ভিসা ডেবিট কার্ডস বিজনেস অ্যাসোসিয়েট ক্লায়েন্ট–২০২৫’ পুরস্কার অর্জন করেছে এনআরবিসি ব্যাংক।
বুধবার (৬ আগস্ট) ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান এ পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসার বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এনআরবিসি ব্যাংকের রিটেল বিজনেস ও ফিনান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের প্রধান কাজী মো. শাফায়েত কবিরসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।
পুরস্কার গ্রহণের পর ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “এই স্বীকৃতি ডিজিটাল ব্যাংকিংয়ে এনআরবিসি ব্যাংককে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের ক্রেডিট কার্ড নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি, যার মাধ্যমে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা অচিরেই এর সুবিধা গ্রহণ করতে পারবেন।”
তিনি আরও বলেন, “এই উদ্যোগ দেশের সর্বস্তরের জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি ও আর্থিক সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”