যশোরে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ‘অর্ধবার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি স্থানীয় আরআরএফ মিলনায়তনে আয়োজিত এ সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার সৈয়দ আবুল হাশেম এবং প্রধান আইনি পরামর্শক মো. আব্দুল মজিদ।
সভায় খুলনা, বরিশাল, ফরিদপুর ও কুষ্টিয়াসহ বিভিন্ন অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশ নেন। আলোচনায় ব্যবসায়িক অর্জনের পর্যালোচনার পাশাপাশি গ্রাহক সন্তুষ্টি বাড়াতে সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক আর্থিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।