অর্থনীতি

ডিএসইর চিঠির জবাব দেয়নি এশিয়াটিক ল্যাবরেটরিজ

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ার দর ও লেনদেন অস্বাভাবিক বাড়ার বিষয়টি লক্ষ্য করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এর কারণ জানতে চেয়ে কোম্পানিটির কাছে চিঠি দেওয়া হলেও তার কোনো জবাব পায়নি ডিএসই।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে দর বাড়ছে  এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ার দর। গত ১৭ আগস্ট কোম্পানি কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। তবে এখনো চিঠির জবাব দেয়নি কোম্পানি কর্তৃপক্ষ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এশিয়াটিক ল্যাবরেটরিজের গত ৩১ জুলাই শেয়ার দর ছিল ৪৪.৪ টাকায়। যা ১৭ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ৫২.২ টাকায়। অর্থাৎ ১০ কার্যদিবসের শেয়ারটির দর বেড়েছে ৭.৮ টাকা বা ১৮ শতাংশ।

এভাবে শেয়ার দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।