অর্থনীতি

পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ আগস্ট) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪১০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫.০৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

‎ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৬৪টি কোম্পানির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত আছে ৭২টির।

সোমবার ডিএসইতে মোট ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৭৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

‎চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১০.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ২৯৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৫.২৭ পয়েন্ট কমে ১৫ হাজার ১৪৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৬.১২ পয়েন্ট বেড়ে ৯৬৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ০.৩৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৮৮ পয়েন্টে অবস্থান করছে।

‎সিএসইতে মোট ২৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৬টি কোম্পানির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত আছে ২৯টির।

‎সিএসইতে ১৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।