পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির পরিচলনা পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। কোম্পানি দুইটি হলো- লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি।
সোমবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লংকাবাংলা ফাইন্যান্স: গত রবিবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক এবং ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: গত ১ জুন ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছিল আগামী ১৫ সেপ্টেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। তবে অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এজিএম এর নতুন তারিখ জানানো হবে বলে জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কর্তৃপক্ষ। আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক এবং ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।