সমস্যাগ্রস্ত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডে প্রশাসক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. ফেরদাউস হোসেন। তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দুর্বল ও সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক প্রশাসক নিয়োগ দিয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত ইউনিয়ন ক্যাপিটালের মোট ঋণ ছিল ১ হাজার ১৮৪ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ১৩৬ কোটি। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ১ হাজার ২৬৬ কোটি টাকা।
গত জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক একটি কমিটি গঠন করে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাই করে। কমিটি ঋণের প্রকৃত অবস্থা, তারল্য পরিস্থিতি এবং সম্পদ-দায় পর্যালোচনা করে। ২০টি আর্থিক প্রতিষ্ঠানকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়, যার মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের নাম রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে মোট ৩৫টি নন ব্যাংকি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সমস্যাগ্রস্ত ২০ আর্থিক প্রতিষ্ঠানে গত ডিসেম্বর পর্যন্ত ঋণের পরিমাণ ২৫ হাজার ৮০৮ কোটি টাকা। এরমধ্যে খেলাপি ২১ হাজার ৪৬২ কোটি টাকা। এসব প্রতিষ্ঠানের পুঞ্জীভূত লোকসান ২৩ হাজার ৪৪৮ কোটি টাকা। মূলধন ঘাটতি ১৯ হাজার ২১৮ কোটি টাকা।