পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা তার ছেলেকে উপহার হিসেবে শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন।
রবিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সাউথইস্ট ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা ইফতেখার আজিম আহমেদ। তিনি কোম্পানিটির ২ লাখ শেয়ার তার ছেলে সালেহ আহমেদের (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) কাছে উপহার হিসেবে হস্তান্তর করার আগ্রহ প্রকাশ করেছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করবেন এই উদ্যোক্তা, যা গত ৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।