অর্থনীতি

প্রিমিয়ার ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন

‎পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এর আগে, ব্যাংকটির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও এবার বাকি স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্যাংকটিতে শুরুতে ড. আরিফুর রহমানকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি মো. ফোরকান হোসাইন, সৈয়দ ফরিদুল ইসলাম, মো. সাজ্জাদ হোসাইন, অধ্যাপক শেখ মোর্শেদ জাহান, এম নুরুল আলম ও মোহাম্মদ আবু জাফরকে স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ব্যাংকটি জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ সাল পর্যন্ত সংশোধিত) এর ধারা ৪৭(১)(ক) এবং ৪৮(১) এর অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, বাংলাদেশ ব্যাংক গত ১৯ আগস্ট আদেশ জারির মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক পিএলসির বিদ্যমান পরিচালনা পর্ষদ তাৎক্ষণিকভাবে বিলুপ্ত করে।

এছাড়া বাংলাদেশ ব্যাংক গত ১৯ আগস্ট চিঠির মাধ্যমে, প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ গঠন করেছে। পরবর্তীতে গত ২১ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩১৪তম সভায় ড. আরিফুর রহমান সর্বসম্মতিক্রমে বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।