অর্থনীতি

সিটি ব্যাংকের পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসির একজন পরিচালক পূর্ব ঘোষণা অনুযয়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সিটি ব্যাংকের পরিচালক হোসেন খালেদ ২ লাখ ২৫ হাজার শেয়ার ক্রয় করেছেন। ডিএসইর পাবলিক মার্কেট থেকে বিদ্যমান বাজারদরে উল্লিখিত পরিমান শেয়ার ক্রয় সম্পন্ন করেন তিনি।

এর আগে ১ সেপ্টেম্বর ব্যাংকটির এই পরিচালক ২ লাখ ২৫ হাজার শেয়ার ক্রয় করার ঘোষণা দিয়েছিলেন।

সিটি ব্যাংক পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৬ সালে। ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৫২১ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। এ হিসাবে মোট শেয়ার সংখ্যা ১৫২ কোটি ১২ লাখ ২২ হাজার ৬৯টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.৩৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২. ৪৯ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে ৬.৬৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪০.৫১ শতাংশ শেয়ার রয়েছে।