পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল আর কে হুসেইন পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
খালেদ হুসাইন কোম্পানির ১ লাখ শেয়ার কিনেছেন। ডিএসইর পাবলিক মার্কেট থেকে বর্তমান বাজার দরে শেয়ার ক্রয় করেছেন এই পরিচালক।
এর আগে ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেট থেকে ক্রয় করবেন বলে তিনি গত ৮ সেপ্টেম্বর ঘোষণা দিয়েছিলেন।