পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির একজন উদ্যোক্তা শেয়ার গ্রহণের ঘোষণা নিয়েছেন। তিনি তার প্রয়াত স্ত্রীর শেয়ার গ্রহণ করবেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোক্তা সৈয়দ মোয়াজ্জেম হুসাইন তার প্রয়াত স্ত্রী হালিমা হুসাইনের নমিনি হিসেবে ২ লাখ ৬২ হাজার ৩৫৫টি শেয়ার গ্রহণ করবেন। এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে উল্লিখিত পরিমাণ শেয়ার গ্রহণ করবেন তিনি।