অর্থনীতি

বিএসআরএম ও বিএসআরএম স্টিলের পর্ষদ সভা ১৮ অক্টোবর

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) ও বিএসআরএম স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৮ অক্টোবর বিকেল ৫টায় বিএসআরএমের পর্ষদ সভা হবে। এ সভায় ২০২৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে পরিচালনা পর্ষদ।

গত বছর বিএসআরএম ৩৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। সংশ্লিষ্ট বছরে (২০২৩-২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৪.৪৮ টাকা। সর্বশেষ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই, ২০২৪ থেকে মার্চ, ২০২৫) পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৪.৩১ টাকা।

আগামী ১৮ অক্টোবর বিকেল ৪টায় বিএসআরএম স্টিলের পর্ষদ সভা হবে। এ সভায় ২০২৫ সালের গত ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে পরিচালনা পর্ষদ।

গত বছর কোম্পানিটি ৩২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। সংশ্লিষ্ট বছরে (২০২৩-২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১০.১০ টাকা। সর্বশেষ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই, ২০২৪ থেকে মার্চ, ২০২৫) এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯.১২ টাকা।