অর্থনীতি

নতুন কোম্পানিতে বিনিয়োগ করবে আইটি কনসালটেন্টস

পুঁজিবাজারে আইটিখাতে তালিকাভুক্ত কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন কোম্পানিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। সিটি ব্যাংক পিএলসির প্রস্তাবিত সহযোগী প্রতিষ্ঠান সিটি ক্রেডিট ব্যুরো পিএলসিতে কোম্পানিটি ইক্যুইটি অংশীদার হিসেবে বিনিয়োগ করবে। 

রবিবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিটি ক্রেডিট ব্যুরোর পরিশোধিত মূলধনের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করবে। এই বিনিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম তত্ত্বাবধানের জন্য আইটি কনসালট্যান্টস-এর পক্ষ থেকে তাদের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কাজী সাইফুদ্দীন মুনিরকে মনোনীত ও অনুমোদন করা হয়েছে।