তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ‘গ্রাহক সেবা পক্ষ’ চালু করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।
রবিবার (১৯ অক্টোবর) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ গ্রাহক সেবা পক্ষের উদ্বোধন করেন।
বিআইসিএম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইনস্টিটিউটের উপ-পরিচালক সিরাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন ও সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে সবি অনুষদ সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।