অর্থনীতি

সাত কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের উত্থান

চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। ফলে, টানা সাত কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পতনের পর উত্থান ঘটেছে। তবে, ধারাবাহিক দরপতনের ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার পয়েন্টের ঘরে নেমে এসেছে। সাড়ে চার মাস আগে ডিএসইএক্স ৪ হাজার পয়েন্টের ঘরে নেমে এসেছিল।

আজ আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। মঙ্গলবার সকালে ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। তবে, লেনদেন শুরুর ৫০ মিনিটের পর থেকে সূচকের পতন দেখা যায়। এর পর সূচক ফের ঊর্ধ্বমুখী অবস্থানে চলে আসে। লেনদেনের শেষ পর্যন্ত উত্থানের ধারাবাহিকতা অব্যাহত ছিল। কয়েক মাসের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন অনেক কমে গেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৭২ পয়েন্টে। এদিন ডিএসই শরিয়াহ সূচক ৬.৪৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৮৩টি কোম্পানির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত আছে ৬২টির।

এদিন, ডিএসইতে মোট ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৯.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫১৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪.৫৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৩৮ পয়েন্টে, শরিয়াহ সূচক ৩.৫৪ পয়েন্ট বেড়ে ৮৬৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২০.৩৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৪৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৪৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৩টি কোম্পানির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত আছে ১৩টির।

সিএসইতে ২৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।