অর্থনীতি

তসরিফা ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, উদ্যোক্তা পরিচালক নাইম হাসানের কাছে কোম্পানিটির ৬৩ লাখ ৩৯ হাজার ৯৯০টি শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি ১০ লাখ শেয়ার বিক্রি করেছেন। তার কাছ থেকে ৯ লাখ ৩২ হাজার ৯৯১টি শেয়ার ক্রয় করেছেন তসরিফা ইন্ডাস্ট্রিজের আরেক উদ্যোক্তা পরিচালক মহিম হাসান। ডিএসইর ব্লক মার্কেটে বর্তমান বাজারদরে এ শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করা হয়েছে।

এর আগে, গত ১৭ নভেম্বর শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দেন তারা।