অর্থনীতি

স্টার অ্যাডহেসিভের রেকর্ড তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি স্টার অ্যাডহেসিভ লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ ডিসেম্বর।

রবিবার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির বোনাস লভ্যাংশ প্রদানে সম্মতি জানিয়েছে।

স্টার অ্যাডহেসিভ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৬২.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ। বাকি ৫০ শতাংশ বোনাস।