অর্থনীতি

পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৫ ডিসেম্বর) সূচকের পতনের মধ্যে লেনদেন শেষ হয়েছে।

এ দিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ডিএসইএক্স সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। তবে লেনদেন শুরুর ২৮ মিনিট পর থেকে সূচক পতনমুখী হতে শুরু করে। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তা পতনমুখী অবস্থায় ছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪২.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৯০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১১.৬৬ পয়েন্ট কমে ১ হাজার ১৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪.৩০ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪৮টি কোম্পানির, কমেছে ২৯২টির এবং অপরিবর্তিত আছে ৪৮টির।

এদিন ডিএসইতে মোট ৪১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৪৮.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪৭৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৬.১৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৭০ পয়েন্টে, শরিয়াহ সূচক ৫.৬২ পয়েন্ট কমে ৮৬৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৭৭.৭৩ পয়েন্ট কমে ১২ হাজার ১৮১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৬১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪৭টি কোম্পানির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত আছে ১৬টির।

সিএসইতে ৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।