পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর ব্যাংকটি বার্ষিক সাধারণ সভা হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, গত ২৩ নভেম্বর প্রকাশিত সংবাদ অনুযায়ী কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ জানুয়ারি এজিএমের তারিখ ও সময় নির্ধারণে সিদ্ধান্ত গ্রহণ করে। তবে ১৫ ডিসেম্বর এজিএমের সময় পরিবর্তন করার ঘোষণা জানায় কোম্পানি কর্তৃপক্ষ।
কোম্পানির ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৫৭তম বার্ষিক সাধারণ সভা আগামী ৩১ জানুয়ারি বিকাল ৩টায় হাইব্রিড সিস্টেমে শারীরিক উপস্থিতির মাধ্যমে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর আগে তা সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এছাড়া, এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের (জুলাই-জুন) নিরক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১৩ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৩.১৮ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২২.৫৬ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৯.৩৫ টাকা।