বাংলাদেশ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের (আইসিএমএবি) ১৫তম বেস্ট করপোরেট গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি।
রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে প্রথম হিসেবে এ ‘গোল্ড অ্যাওয়ার্ড’ লাভ করে সোনালী ব্যাংক পিএলসি।
১৭ ডিসেম্বর, বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং সিইও অ্যান্ড এমডি মো. শওকত আলী খানের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ফিন্যান্সসিয়াল রির্পোটিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, আইসিএমএবির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, সোনালী ব্যাংকের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদ ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. ইকবাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সোনালী ব্যাংকের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সর্বোচ্চ করপোরেট সুশাসন নিশ্চিতের স্বীকৃতি হিসেবে টানা সেরা হিসেবে এ গোল্ড অ্যাওয়ার্ড লাভ করলো সোনালী ব্যাংক।-বিজ্ঞপ্তি