অর্থনীতি

গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে ৬ প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটন প্লাজার চুক্তি

কিস্তি সুরক্ষা কার্ডধারী ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে ৬টি নতুন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।

চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো হলো- অনলাইন স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ওস্তাদ, নারীদের পোশাকের অনলাইন প্ল্যাটফর্ম ওরাম বাংলাদেশ, ফ্যাশন ব্র্যান্ড দ্বীন, অনলাইন গ্রোসারি স্টোর খাস ফুড, বেসরকারি বিমান সংস্থা নভো এয়ার এবং ইনডোর বিনোদন ও গেইমিং প্ল্যাটফরম টগি ফান ওয়ার্ল্ড।

চুক্তির আওতায় ওয়ালটন প্লাজা পরিবারের সদস্যরা এবং কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারীরা ওস্তাদের প্রোডাক্টে ৪০ শতাংশ বৃত্তি, ওরামের পণ্যে ১৫, দ্বীনের পণ্যে ১০ ও খাসফুড, নভো এয়ার এবং টগি ফান ওয়ার্ল্ডে ১০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাবেন।

অন্যদিকে, চুক্তির অধীনে এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ওয়ালটন প্লাজা থেকে পণ্য কেনায় ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এর আগেও ওয়ালটন প্লাজা অনেক স্বনামধন্য ব্র্যান্ডের সঙ্গে এ ধরনের চুক্তি করেছে।

সম্প্রতি রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এমওইউ সাইনিং সেরেমনি’ শীর্ষক প্রোগ্রামে উক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান চুক্তিতে সই করেন।

এছাড়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন নভো এয়ারের পরিচালক সোহাইল মজিদ, ওস্তাদের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) আব্দুল্লাহ আল মুসাব্বির, ওরামের সিইও নিশাত আঞ্জুম, দ্বীনের চিফ অপারেটিং অফিসার মিনহাজুল আবেদিন, খাস ফুডের ম্যানেজিং ডিরেক্টর হাবিবুল মুস্তফা আরমান এবং টগির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ মো. গোলাম ফারুক ও হেড অব এইচআরএম ফয়সাল ওয়াহিদসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।