অর্থনীতি

আয়কর দেওয়ার সময় বাড়ানোর ইঙ্গিত রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের

ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর। তবে এই সময় বাড়ানোর ইঙ্গিত দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

তিনি বলেন, “এখন পর্যন্ত ১৬ লাখ করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। আয়কর দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৪২ লাখ। রিটার্ন দাখিলের যে সময় এখনো আছে এর মধ্যে যদি অধিকাংশ করদাতা রিটার্ন দিতে না পারেন, তাহলে প্রয়োজনে সরকারের উচ্চ পর্যায়ের আলোচনা করে সময় বাড়ানো হবে।”

রবিবার (২১ ডিসেম্বর) বিকালে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল সাপোর্টিং বুথের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন। সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল।

এনবিআর চেয়ারম্যান বলেন, “আগামী বছর থেকে করদাতার ব্যাংকের হিসাবের সঙ্গে আয়কর রিটার্ন লিংক করে দেওয়া হবে। এনআইডি বা টিআইএন নম্বর দিলেই ব্যাংকের অর্থ সম্পর্কিত সব তথ্য পাওয়া যাবে। এসব তথ্য নিতে করদাতাকে ব্যাংকে যেতে হবে না।”

“আয়কর রিটার্নের সময় ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান থেকে যেসব তথ্য আনার প্রয়োজন হয়, রিটার্নের সঙ্গে ব্যাংক হিসাব লিঙ্ক থাকলে সেগুলো আনতে একদিকে সময় অপচয় হবে না অন্যদিকে ভোগান্তি কমবে,” বলেন আব্দুর রহমান খান।

এনবিআর চেয়ারম্যান বলেন, “একজন আয়কর দাতা যদি শেয়ারবাজারে বিনিয়োগ থাকেন, তাহলে তিনি ডিভিডেন্ড পেলে সেসব কোম্পানি থেকে সার্টিফিকেট আনতে হয় কিন্তু আমরা যদি সিডিবিএলের সঙ্গে আয়কর রিটার্নের লিঙ্ক করে দেই বিনিয়োগকারীদের সময় ও ভোগান্তি কমবে।”

“তাই আগামী বছর থেকে সিডিবিএলের সঙ্গে আয়করদাতার রিটার্নের তথ্য লিঙ্ক করা হবে। এর মধ্যে দিয়ে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে আয়করদাতার তথ্যের জন্য আসা যাওয়া করতে হবে না,” বলেন তিনি।

আব্দুর রহমান খান বলেন, “যারা মনে করছেন ব্যাংকের সঙ্গে আয়করদাতার যুক্ত হলে সব তথ্য নিয়ে যাবে, তাদেরকে বলব, কেউ আপনার তথ্য নেবে না।আয়করদাতার ক্ষতির কোনো আশঙ্কা নেই। তবে যারা ব্যাংকে টাকা জমা রেখে গোপন করেন তাদের জন্য ভয়ের কারণ আছে।”    

এনবিআর চেয়ারম্যান বলেন,আয়কর রিটার্ন দেওয়া সহজ করার জন্য আগামী বছর মোবাইল এ্যাপস করা হবে। এর ফলে যে কোন স্থানে বসেই আয়কর রিটার্ন দেওয়া যাবে।   নাজমুল //