অর্থনীতি

এবি ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখার উদ্বোধন

মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে এবি ব্যাংক পিএলসির নতুন উপশাখার কার্যক্রম শুরু হয়েছে।

ব্যাংকটির ৫৮তম উপশাখা হিসেবে সোমবার (২২ ডিসেম্বর, ২০২৫) বালিগাঁও বাজার রোড সংলগ্ন আজিজ প্লাজায় আনুষ্ঠানিকভাবে এ উপশাখার উদ্বোধন করা হয়।

এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নতুন এই উপশাখার মাধ্যমে বালিগাঁও বাজার ও আশপাশের এলাকার গ্রাহকরা আধুনিক ও দ্রুত ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা জানান। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি আর্থিক লেনদেন আরো সহজ ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।