অর্থনীতি

অলটেক্স ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা ৩০ ডিসেম্বর

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বরে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই ২০২৫-সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৬ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫৫ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। সেই হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৫৯ লাখ ৬৯ হাজার।

এর মধ্যে সর্বশেষ ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৮.৩৫ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১১.৬৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৯.৭৯ শতাংশ শেয়ার রয়েছে।