অর্থনীতি

আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার বিষয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক

একীভূত হওয়া ৫ ব্যাংকের আমানতকারীদের অর্থ বিদ্যমান চেক বইয়ের মাধ্যমেই উত্তোলন করতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীরা দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। তবে কত তারিখ থেকে অর্থ উত্তোলন করা যাবে বিষয়টি স্পষ্ট করেনি কেন্দ্রীয় ব্যাংক।

শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মার্জারের আওতাভুক্ত ৫টি ব্যাংকের আমানতকারীদের ব্যাংক হিসাব নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহের মধ্যে কাজটি শেষ হলে ৫টি ব্যাংকের গ্রাহকের ব্যাংক হিসাবের আমানত নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের হিসাবে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে। এর ফলে আমানতকারীরা তাদের বিদ্যমান চেক বইয়ের মাধ্যমে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। অবশিষ্ট আমানত (যদি থাকে) তাদের ব্যাংক হিসাবে সুরক্ষিত থাকবে এবং উক্ত আমানতের উপর প্রচলিত হারে মুনাফা প্রদান করা হবে।

রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক হওয়ায় নবগঠিত এই ব্যাংকের উপর জনগণের আস্থা সৃষ্টি হবে এবং এর ফলে আমানতকারীদের টাকা উত্তোলনের চাহিদা অনেকাংশে কমে আসবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক জানায়, মার্জারের আওতাভুক্ত ৫টি ব্যাংকের আমানতকারীদের চাহিদার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ দুই টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দানের বিষয়টি শীঘ্রই শুরু হবে। তবে, এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ বা সময় এখনো চূড়ান্ত হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এবং কয়েকটি গণমাধ্যমে আগামী ২৯ ডিসেম্বর থেকে মার্জারের আওতাভুক্ত একটি ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের সুযোগ দেয়া হবে বলে সংবাদ প্রকাশিত হয়েছে যা সঠিক নয়। এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক।