অর্থনীতি

ফরচুন সু কোম্পানির পরিচালনা পর্ষদ সভা ১৫ জানুয়ারি

পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সু লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারি বিকেল ৪টায় কোম্পানির পর্ষদ সভা হবে।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত সভায় কোম্পানির গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ এ আর্থিক প্রতিবেদন অনুমোদন করলে শেয়ারেহোল্ডারদের জন্য প্রকাশ করবে কোম্পানি কর্তৃপক্ষ।

ফরচুন সুজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৬ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১৭০ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানির শেয়ার সংখ্যা ১৭ কোটি ৬ লাখ ৬২ হাজার ২৬৩টি। সর্বশেষ চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.৯৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৬.৪৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫২.৫৮ শতাংশ শেয়ার রয়েছে।