অর্থনীতি

ডিএসইর ‘ডিএসইএক্স’ ও ‘ডিএস৩০’ সূচক সমন্বয়

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ও ব্লু-চিপ সূচক ডিএস৩০ সূচক সমন্বয় করা হয়েছে। ফলে সূচকগুলোতে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন কোম্পানি। একই সঙ্গে বাদ পড়ছে কয়েকটি কোম্পানি।

আগামী ১৮ জানুয়ারি থেকে সূচক গণনায় নতুন যুক্ত হওয়া ও বাদ পড়া কোম্পানিগুলো বিবেচনায় নেওয়া হবে।

সোমবার (১২ জানুয়ারি) ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডিএসই বাংলাদেশ ব্রড ইনডেক্সের (ডিএসইএক্স) বার্ষিক সমন্বয়, ডিএসই বাংলাদেশ ৩০ ইনডেক্সের (ডিএস৩০) অর্থ-বার্ষিক সমন্বয় এবং জানুয়ারি ২০২৬-এর জন্য ডিএসই এসএমই প্রবৃদ্ধি সূচকের (ডিএসএমইএক্স) বার্ষিক সমন্বয় করা হয়েছে।

সূচক পদ্ধতি অনুযায়ী, ডিএসই-এর ইনডেক্স কমিটি জানুয়ারি ২০২৬ এর জন্য ডিএসই বাংলাদেশ ব্রড ইনডেক্সের (ডিএসইএক্স) বার্ষিক সমন্বয়, ডিএসই বাংলাদেশ ৩০ ইনডেক্সের (ডিএস৩০) অর্ধ-বার্ষিক সমন্বয় এবং ডিএসই এসএমই গ্রোথ ইনডেক্সের (ডিএসএমইএক্স) বার্ষিক সমন্বয় সম্পন্ন করেছে। উক্ত সূচকগুলোর সমন্বয় আগামী ১৮ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।

বার্ষিক সমন্বয়ের পর ডিএসইএক্স সূচকে ৯টি নতুন কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ১৬টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। ফলে ১৮ জানুয়ারি থেকে কার্যকরভাবে ডিএসইএক্সের মোট উপাদান কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ৩১৯টি।

ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত হওয়া ৯টি কোম্পানির নাম হলো-বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডস লিমিটেড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড, ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, সাফকো স্পিনিং মিলস লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও জিল বাংলা সুগার মিলস লিমিটেড।

ডিএসইএক্স সূচকে বাদ পড়া ১৬টি কোম্পানির নাম হলো-অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড, হামিদ ফেব্রিক্স পিএলসি, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড, ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, মাইডাস ফাইন্যান্সিং পিএলসি, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ বাংলাদেশ পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি ও ইউনিয়ন ব্যাংক পিএলসি।

ডিএস ৩০ সূচকে অন্তর্ভুক্ত হওয়া ৩টি কোম্পানির নাম হলো-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড ও ফাইন ফুডস লিমিটেড।

ডিএস ৩০ সূচকে বাদ পড়া ৩টি কোম্পানির নাম হলো-হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি, জিপিএইচ ইস্পাত লিমিটেড ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া বার্ষিক সমন্বয়ে পর ডিএসএমইএক্স সূচকে কোনো নতুন সংযোজন বা বাদ দেওয়া হয়নি। ফলে ১৮ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে ডিএসএমইএক্সের মোট উপাদান কোম্পানির সংখ্যা ১৯টি অপরিবর্তিত থাকবে।