অর্থনীতি

ওয়ালটন ও ন্যাশনাল হেলথকেয়ারের মধ্যে সমঝোতা সই

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ও ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক (এনএইচএন) এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

উক্ত সমঝোতা স্মারকের আওতায় ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের আওতাধীন ২৯টি হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কেন্দ্রে ওয়ালটনে কর্মরত সদস্য এবং তাদের পরিবারবর্গ বিশেষ ছাড়ে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবেন।

গত সোমবার (১২ জানুয়ারি) রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার এবং ন্যাশনাল হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম এ সামাদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ন্যাশনাল হেলথকেয়ারের চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল কবির, জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি প্রফেসর এ কে আজাদ খান, ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার (অব.) জেনারেল সাজ্জাদ হোসেন, ডা. ইয়াজদান রেজা চৌধুরী, ওয়ালটন কর্পোরেটের প্রশাসন বিভাগের প্রধান কুদরত মোল্যা, ওয়ালটন মেডিকেল টিমসহ উভয় প্রতিষ্ঠানের কমর্কর্তারা। 

এদিন সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি ওয়ালটন কর্পোরেটের প্রশাসন বিভাগের ব্যবস্থাপনায় ডায়াবেটিস সচেতনতামূলক একটি সেমিনার আয়োজন করা হয়। সেমিনারটি সঞ্চালনা করেন ডা. বিশ্বজিৎ ভৌমিক। এছাড়াও ওয়ালটন কর্পোরেট অফিসে কর্মরত দুই শতাধিক সদস্যদের দিনব্যাপী অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে ডায়াবেটিস স্ক্রিনিং ও পরামর্শ দেওয়া হয়।