সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। তবে রবিবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত যা অব্যাহত ছিল। ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৬.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৩.৪৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৬.৪১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৯০টি কোম্পানির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত আছে ৫৭টির। এদিন, ডিএসইতে মোট ৪৭০ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১১৫.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭৩৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৮৪.৯৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১০৬ পয়েন্টে, শরিয়াহ সূচক ৯.৮৬ পয়েন্ট বেড়ে ৮৬২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৬৬.২৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৪৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৬৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯২টি কোম্পানির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত আছে ২১টির।
আজ সিএসইতে ৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।