অর্থনীতি

ই-রিটার্ন দাখিল করেছে ৩৩ লাখ করদাতা

আমদানি পর্যায়ে সংগৃহীত আয়কর স্বয়ংক্রিয়ভাবে করদাতার ই-রিটার্নে ক্রেডিট দেওয়ার ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ করবছরে রবিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত ই-রিটার্ন দাখিল করেছেন ৩৩ লাখ করদাতা। ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন ৪৬ লাখের বেশি করদাতা।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছেন, করদাতা কর্তৃক আমদানি পর্যায়ে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে তার ই-রিটার্নে ক্রেডিট দেওয়ার লক্ষ্যে ১৮ জানুয়ারি থেকে জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন সিস্টেমের সঙ্গে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের কার্যকর সংযোগ প্রক্রিয়া সম্পন্ন করে তা চালু করা হয়েছে। এতে আমদানি পর্যায়ে পরিশোধিত আয়করের ক্রেডিট পাওয়ার ক্ষেত্রে করদাতাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো। একইসঙ্গে আমদানিকারকদের ই-রিটার্ন দাখিল সহজ হয়েছে। 

আমদানিকারক করদাতা তাদের ই-রিটার্নে ব্যবসা আয়-সংক্রান্ত তথ্যাদি এন্ট্রি করার সময় সংশ্লিষ্ট আয়বছরে প্রতিটি বিল অব এন্ট্রির বিপরীতে তিনি যে পরিমাণ অগ্রিম আয়কর পরিশোধ করেছেন, তার বিল অব এন্ট্রি-ভিত্তিক সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে পাচ্ছেন। আমদানি পর্যায়ে পরিশোধিত এই আয়কর ই-রিটার্ন সিস্টেমে তার মোট প্রদেয় আয়কর থেকে বাদ দিয়ে রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য অংক নিরুপন হচ্ছে। 

 ২০২৫ সালের  ৪ আগস্ট ২০২৫-২৬ করবছরের জন্য  অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করা হয়। এর পর থেকে আজ পর্যন্ত ৪৬ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং প্রায় ৩৩ লাখ করদাতা ইতোমধ্যে ই-রিটার্ন দাখিল করেছেন। যাদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়নি, তারাও অনলাইনে ই-রিটার্ন দাখিল করছেন। 

এ বছর প্রবাসী বাংলাদেশি করদাতারাও ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। এ পর্যন্ত প্রায় ৪ হাজার প্রবাসী করাদাতা তাদের ২০২৫-২৬ করবছরের আয়কর রিটার্ন ই-রিটার্ন সিস্টেমে অনলাইনে দাখিল করেছেন। 

অনলাইনে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো প্রকার কাগজপত্র বা দলিলাদি আপলোড করতে হয় না। ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ জানুয়ারির মধ্যে  অনলাইনে রিটার্ন দাখিলের করতে সকল ব্যক্তি করদাতাকে অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।