তৃপ্তি ইন্ডাস্ট্রিজ পিএলসিতে উদ্যোক্তা শেয়ারহোল্ডার হিসেবে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদ। এ বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়েছে মোট ২০ লাখ টাকা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, তৃপ্তি ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা। যার ১০ টাকা করে মোট ৫ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে। একই সঙ্গে কোম্পানিটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা। যার ১০ টাকা করে মোট ৫ লাখ সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে। এর মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বিনিয়োগ করবে ২০ লাখ টাকা।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই বিনিয়োগ তৃপ্তি ইন্ডাস্ট্রিজ পিএলসির ভবিষ্যৎ কার্যক্রম ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।