অর্থনীতি

আলহাজ্ব টেক্সটাইলের এজিএমের স্থান পরিবর্তন

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান বা ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ইনটেক লিমিটেডের এজিএম আগামী ৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৫ জানুয়ারি। এর আগে কোম্পানিটি তাদের এজিএম হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে ছিল। এ জন্য কোম্পানিটি তাদের এজিএম আয়োজন করার ফিজিক্যাল ভেন্যু হিসেবে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জ নির্ধারণ করে।

তবে কোম্পানিটি এজিএমের স্থান পরিবর্তন সংক্রান্ত ঘোষণা দিয়ে জানিয়েছে, বার্ষিক সাধারণ সভার স্থান পূর্বে ঘোষিত সিনহা লাউঞ্জ, ঢাকা ক্লাবের পরিবর্তে ঢাকা ব্যাংক লাউঞ্জ, উত্তরা ক্লাবে পরিবর্তন করা হয়েছে।

এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।