অর্থনীতি

আয়কর দিবসে পুরস্কার পাচ্ছেন ৪০২ সেরা করদাতা

এম এ রহমান : জাতীয় আয়কর দিবস ১৫ সেপ্টেম্বর। রাজধানী ঢাকাসহ সারা দেশে সপ্তমবারের মতো এই দিবস উদযাপন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 

আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি- এই স্লোগান নিয়ে পালিত হবে আয়কর দিবস। কর প্রদানকে উৎসাহিত করতে প্রতি বছরের মতো এবারও সেরা করদাতাদের নির্বাচিত করা হয়েছে।  

আয়কর দিবসে দীর্ঘমেয়াদি ও সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে তৃতীয়বারের মতো ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে জাতীয়, সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে মোট ৪০২ ব্যক্তি- প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। সম্প্রতি এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় পর্যায়ে নির্বাচিত ৪০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার দেবেন।

 

এ ছাড়া দেশের সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী ক্যাটগরিতে ৩৬২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে নিজ নিজ এলাকায় সম্মাননা দেওয়া হবে।

 

২০১২ সালের ৩১ ডিসেম্বর ২০০৯-১০ অর্থবছরে সর্বোচ্চ আয়কর প্রদানের জন্য প্রথমবারের মতো এনবিআর এ সম্মাননা প্রদান করে।

 

২০১৩-১৪ অর্থবছরে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ করদাতা ১০ ব্যক্তি হলেন- মেসার্স এস এন কর্পোরেশনের মালিক মিসেস তাসমিয়া আম্বরিন, হাজী মো. কাউছ মিয়া, গোলাম দস্তগীর গাজী, মোহাম্মদ ইউসুফ, মিসেস লায়লা হোসেন, মিসেস হোসনে আরা হোসেন, মিসেস রুবাইয়াৎ ফারজানা হোসেন, এম এ হায়দার হোসেন, মিসেস খাজা তাজমহল ও মো. মোকছেদুল ইসলাম।

 

২০১৩-১৪ অর্থবছরে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ১০ প্রতিষ্ঠান হলো- শেভরন বাংলাদেশ ব্লক ১২ লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, বড়পুকুরিয়া কয়লা মাইনিং কোম্পানি লিমিটেড,স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক এনএ লিমিটেড এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

 

২০১২-১৩ অর্থবছরের সর্বোচ করদাতা ১০ ব্যক্তি হলেন- আব্দুল কাদির মোল্লা, চট্টগ্রাম বাটালি হিলসের সদরউদ্দিন খান, সালাউদ্দিন কাশেম খান, এ.এম. জিয়াউদ্দিন খান, ঢাকার হাজী মো. কাউছ মিয়া, মো. মোতাজ্জেরুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, এম এ হায়দার হোসেন, ডা. এম এম আমজাদ হোসেন এবং সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।

 

২০১২-১৩ অর্থ বছরের ১০ প্রতিষ্ঠান হলো- শেভরন বাংলাদেশ ব্লক ১২ লিমিটেড, কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন কোং লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড, বড় পুকুরিয়া কোল মাইনিং কোং লিমিটেড, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড, তুল্লো বাংলাদেশ লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং সিটি ব্যাংক এন এ।

 

অন্যদিকে দেশের নয়টি সিটি কর্পোরেশনে দীর্ঘ মেয়াদী পর্যায়ে দুই এবং সর্বোচ্চ পর্যায়ে ৩ জন করে নির্বাচিত মোট ৪৫ জন করদাতারা হলেন-

 

ঢাকা সিটি করপোরেশন : এ.এইচ. সৈয়দ ওয়াহিদ, মিসেস নিলুফার মঞ্জুর, আব্দুল মুক্তাদির, আব্দুল কাদির মোল্লা ও মো. মোতাহার হোসেন।

 

চট্টগ্রাম সিটি করপোরেশন : মোস্তফা কামাল হায়াত, মেজর (অব.) আবদুল মান্নান, সালাউদ্দিন কাশেম খান, মো. নাছির উদ্দিন, আবুল কাশেম খান।  

রাজশাহী সিটি করপোরেশন : মো. হেকমতুল্লাহ, নজরুল ইসলাম, মো. ফরিদ উদ্দিন, মো. নাসিমুল গনি খান, মো. শামসুজ্জামান।  

খুলনা সিটি করপোরেশন : মনিরুল হুদা, মিসেস রেবেকা সুলতানা, মো. তহিদুল ইসলাম আজাদ, মো. আব্দুল হামিদ সরদার ও মো. সেলিম রেজা।  

বরিশাল সিটি করপোরেশন : মো. কামাল হোসেন, ডা. কমলেন্দু বিশ্বাস, মো. মজিবুর রহমান খান, বলরাম পোদ্দার ও শওকত হাসানুর রহমান।  

সিলেট সিটি করপোরেশন : হবিবুর রহমান, মো. জামিল ইকবাল, মো. আনোয়ারুল কবির, মোনায়েম খাঁন বাবুল ও ফখর উদ্দিন আলী আহমদ।  

কুমিল্লা সিটি করপোরেশন : বাবু দুলাল চন্দ্র রায়, শ্রীমতি অমিতা রানী ভৌমিক, মোহাম্মদ এনামুল হক, আবুল কালাম হাসান ও মো. আবদুল মালেক।  

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন : সৈয়দ খোরশেদ আলম, মো. দেলোয়ার হোসেন, এ কে এম আবু সুফিয়ান, হাসান আহমেদ ও মো. আব্দুল লতিফ।  

রংপুর সিটি করপোরেশন : মো. দিলশাদ হোসেন, মো. আব্দুল হাফিজ খান, মো. মোতাজ্জেরুল ইসলাম, মো. ফাহাদ মাহমুদ ও নিশাত ফারজানা চৌধুরী।  

জেলা পর্যায়ে নির্বাচিত দীর্ঘ মেয়াদী এবং সর্বোচ্চ করদাতা ৩১৭ জন হলেন -  

ঢাকা জেলা : মফিজুর রহমান, ইউনুছ আলী, আসলাম সেরনিয়াবাত, গিলপিন বণিক ও মো. লুৎফর রহমান।  

নারায়ণগঞ্জ জেলা : মো. মজিবুর রহমান, মশিউর রহমান, মো. মিজানুর রহমান, মাওলানা মো. সালেম ও মো. আসাদুল ইসলাম।  

ময়মনসিংহ জেলা : ডা. কে আর ইসলাম, শ্রীমতি স্বপ্না সাহা, খন্দকার মাহাবুব আলম, মো. ফজলুল হক হজন, হোসেন আহম্মেদ পান্না।  

গাজীপুর জেলা : অমর কৃষ্ণ সাহা, শ্রী হরিপদ বনিক, মো. মনির হোসেন নিজামী, সাহাবুদ্দিন সিদ্দিকী ও সাফিউস সামী আলমগীর।

 

রাজবাড়ী জেলা : বাবু গঙ্গারাম কর্ম্মকার, মো. ইউনুছ ঢালী, বাবু উত্তম কুমার কুন্ড, মো. ফরিদ হাসান (ওদুদ) ও এহসানুল হাকিম।

 

গোপালগঞ্জ জেলা : শেখ রেফাউল হক, মো. বাবুল শেখ, মো. বদরুল ইকবাল ও কাজী জান্নাত আলী।

 

ফরিদপুর জেলা : মি. শ্রীনাথ রায়, মো. আব্দুস সালাম বাচ্চু, এ. এম. হাবিবুর রহমান ও সায়েদুর রহমান।

 

নরসিংদী জেলা : খোরশেদ আলম, মো. ইমরান হোসেন, মো. ফায়জুর রহমান ভূঁইয়া, সুবোদ রঞ্জন দাস ও মো. সাইফুল ইসলাম।

 

মানিকগঞ্জ জেলা : খাজা মো. রহমত আলী, বাবু মনোরঞ্জন ঘোষ, সুকমল দে দেবেশ, মো. ইসরাফিল হোসেন ও মোহাম্মদ আলী আকবর।

 

কিশোরগঞ্জ জেলা : মো. আবু তাহের মিয়া, বাবু অবিনাশ চন্দ্র সাহা, বাদল রহমান, বাবু গৌতম সরকার ও শ্রীমতি রঙ্গরানী দাস।

 

নেত্রকোণা জেলা : বাবু জীবন কুমার সাহা, শিব্বির আহমেদ ভূঁইয়া, সমীরন চৌধুরী, বাবু মৃত্যুঞ্জয় রায় ও আবদুল্লাহ আল বাসেত।

 

টাঙ্গাইল জেলা : মো. নাছির উদ্দিন, আলী আকবর, বাবু স্বপন পাল, এস. এম. শরীফুল ইসলাম, ও  ড. শরিফুল ইসলাম রিপন।

 

জামালপুর জেলা : মো. ইদ্রিস আকন্দ, ডা. কামরুন বাহার, ফারুক আহম্মদ চৌধুরী, মির্জা জিল্লুর রহমান ও মো. সিদ্দিকুর রহমান।

 

শেরপুর জেলা : আলহাজ্ব আব্দুর রহমান, মো. সাদুজ্জামান (সাদী), সৈয়দ আরিফুল ইসলাম উজ্জল, এ বি এম মিজানুর রহমান ও এস এম সাব্বির আহামেদ খোকন।

 

মুন্সীগঞ্জ জেলা : হাজী আব্দুস সাত্তার মাতাবর, মো. খলিলুর রহমান, মো. মজিবুর রহমান, হাজী মো. ইউনুস আলী ও মো. আমিরুল ইসলাম।

 

শরীয়তপুর জেলা : মো. মোস্তফা কামাল, মো. জাহাঙ্গীর আলম, ডা. মো. গোলাম ফারুক, আবুল মুনসুর আজাদ ও মো. সেলিম মিয়া।

 

মাদারীপুর জেলা : চৌধূরী নূরুল আলম, বাবু শিবনাথ সাহা, হাফিজুর রহমান খান, মো. আলমগীর খান ও মো. সিরাজুল ইসলাম।

 

বরিশাল জেলা : মো. সিরাজুল ইসলাম, মো. এছাহাক হাওলাদার, গোলাম কবির সিকদার, আশিকুল ইসলাম আজাদ ও সাহাব উদ্দিন আজাদ।

 

ঝালকাঠি জেলা : বাবু আশিষ কুমার বনিক, মো. নূরুল ইসলাম, মো. নাসির উদ্দিন খান, মনিরুল ইসলাম ও মো. মতিউর রহমান।

 

পিরোজপুর জেলা : গাজী শাহজামান, বাবু গোবিন্দ লাল ভৌমিক, মো. মিরাজুল ইসলাম, জনাব মো. সামসুদ্দিন হাওলাদার ও মিসেস লায়লা পারভীন (ইরাদ)।

 

পটুয়াখালী জেলা : কাশী নাথ ধর, বাবু জীবন কৃষ্ণ সাহা, এ.টি.এম মোকাম্মেল হোসেন, মো. রিয়াজ উদ্দিন ও মো. কবির হোসেন।

 

ভোলা জেলা : সুলতান আহমেদ,গোলাম মাসুদ খাঁন, মো. ইউনুছ আল-মামুন, আলহাজ্ব মো. আ. খালেক ও মো. মনিরুজ্জামান মনির।

 

বরগুনা জেলা : আলহাজ্ব শাহাবউদ্দিন আহম্মেদ, বাবু অসীম কুমার দাস, আলহাজ্ব মিজানুর রহমান, মো. রেজাউল কবির, আলহাজ্ব আবুল হোসেন খান।

 

মৌলভীবাজার জেলা : এম. মাহমুদুল হক, সুলেমান হোসেন, মো. আবু সুলতান মোহাম্মদ ইদ্রিছ, মো. মুহিবুর রহমান ও বাবু বিপুল কুমার দেব।

 

হবিগঞ্জ জেলা : বাবু রনেশ ভট্টাচার্য্য, আব্দুর রাজ্জাক, মো. শফিকুল ইসলাম, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ ও মো. মর্তুজা হাসান।

 

সুনামগঞ্জ জেলা : মো. ময়না মিয়া, মলয় ভুষন রায়, সজীব রঞ্জন দাশ, মোস্তাক আহমদ ও মো. খসরুল আলম।

 

সিলেট জেলা : মো. আব্দুল মোছাব্বির, মো. হানিফ, মো. জালাল উদ্দিন আব্দুস ছালাম বাবুল ও মো. ফয়জুল ইসলাম।

 

কুমিল্লা জেলা : বাবু নিত্যানন্দ সাহা, শ্রীমতি উমা রানী সাহা, কাজী তৌহিদুল আলম, মো. শাহজাহান ও মো. খলিলুর রহমান।

 

চাঁদপুর জেলা :  বাবু সুনীল চন্দ্র বনিক, বাবু সুভাস চন্দ্র রায়, বাবু বসুদেব সাহা, আহসান হাবিব অরুন ও এম. এ. মান্নান পাটোয়ারী।

 

ব্রাহ্মণবাড়ীয়া জেলা : মো. আজিজুর রহমান, বাবু চিত্ত রঞ্জন পাল, এ. এস. এম. মহিউদ্দিন, খায়রুল হাসান ও মোহাম্মদ আমিনুল হক।

 

কক্সবাজার জেলা : রফিক আহামদ, বাবু কাজল পাল, আবদুর রহমান বদি (এম.পি), আতিকুল ইসলাম ও আবদুস শুক্কুর।

 

রাঙ্গামাটি জেলা : দেবব্রত বড়ুয়া, শ্রীমতি লিপি সরকার, লোকমান হোসেন, মিসেস ফরিদা ইয়াসমীন।

 

নোয়াখালী জেলা : বেলায়েত হোসেন, বাবু বিনয় চন্দ্র সাহা, মো. ইসমাইল, জহির উদ্দিন মো. বাবর ও মো. হাসান মনসুর।

 

বান্দরবান জেলা : হাজী নজির আহমদ, সামশুদ্দিন সওদাগর,মো. ইসমাইল, মো. শাহজাহান মিয়া ও মো. হুমায়ন কবির।

 

লক্ষ্মীপুর জেলা : মো. অহিদ উদ্দিন, মো. নুর নবী, মো. শাহজাহান, মো. আকতার হোসেন, মো. শাহিন চৌধুরী।

 

ফেনী জেলা : আবুল কাশেম, ওবায়দুল হক, মোস্তাক আহমেদ, বাহাউদ্দিন ভূঁঞা ও আহম্মদ হাবিব চৌধুরী।

 

খাগড়াছড়ি জেলা : মো. ইউসুফ, মো. আওয়াল, হাজী লিয়াকত আলী চৌধুরী, আবদুর রাজ্জাক ও বাবু স্বপন চন্দ্র দেবনাথ।

 

রাজশাহী জেলা : মো. আব্দুল আজিজ খান, শ্রী আনন্দ কুন্ড, মো. সিরাজুল ইসলাম, মো. মজির উদ্দিন ও মো. শিহাব উদ্দিন।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা : মো. জয়নুল ইসলাম, মো. দানিউল হক, মো. তাজাম্মুল, মো. আব্দুল মালেক ও মো. সেলিম রেজা।

 

পাবনা জেলা : শ্রী বৈদ্যনাথ কুন্ড, আব্দুস সাত্তার বিশ্বাস, মি. তপন চৌধুরী, মি. অঞ্জন চৌধুরী ও মি. স্যামুয়েল এস চৌধুরী।

 

নাটোর জেলা : শ্রী হরিদাস সাহা, মো. আব্দুল কাইয়ুম খান, মো. আনোয়ার হোসেন, বাবু সুজিৎ কুমার সরকার ও মো. সোহেল আল মামুন।

 

বগুড়া জেলা : মো. মনসুর কায়ছার, বাবু অশোক রায়, মি. দীলিপ কুমার দে, মো. মাছুদার রহমান ও মো. মোজাম্মেল হক।

 

জয়পুরহাট জেলা : মো. আমিনুল ইসলাম, মো. আব্বাস আলী মন্ডল, মো. খালেকুজ্জামান, মো. শামীম ফারুক ও মো. আহসান কবির।

 

সিরাজগঞ্জ জেলা : হাজী মো. আব্দুল আজিজ, শ্রী বংশী বদন সাহা, মো. আজাদুর রহমান, মো. আলমগীর জাহান ও মো. আব্দুস সালাম।

 

নওগাঁ জেলা : নাসির উদ্দিন আহমেদ, কাজী আবু সাহিদ, এম এ ওবায়দা, শেখ আল মামুন ও  মো. সাজেদুল আলম।

 

রংপুর জেলা : মো. শফিকুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, আলহাজ্ব মহুবর রহমান, মো. আব্দুল মালেক ও শাহ মো. নাছিমুল গনি।

 

কুড়িগ্রাম জেলা : আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ, মো. আব্দুল খালেক, মো. নুরুজ্জামান, মো. বেলাল হোসেন ও মো. হযরত আলী।

 

লালমনিরহাট জেলা : মো. কিসমত আলী, মো. সাইফুল ইসলাম, মো. নুরে আলম সিদ্দিকী, আব্দুল গনি সরকার ও মো. রেজাউল করিম।

 

নীলফামারী জেলা : মো. আলতাফ হোসেন, রাম গোপাল কুন্ডু, মো. সাইদুর রহমান, মো. আরশাদ আক্তার ও  ইফতেখার আহমেদ।

 

গাইবান্ধা জেলা : এস. এ. কাদির, মো. আব্দুল লতিফ, মো. সাইদুর রহমান, মো. মতলুবর রহমান ও মো. শাহ আহসান হাবীব।

 

দিনাজপুর জেলা : বাবু শংকর কুমার দাস, মহসিনা বিশ্বাস, মো. শামীম কবির, মো. মাহমুদ আলম লিটন ও শ্রী রাজু প্রসাদ গুপ্ত।

 

ঠাকুরগাঁও জেলা : মো. বদির উদ্দিন, মো. ইমদাদুল হক, মো. খায়রুল ইসলাম (রোমান), আব্দুল মজিদ আপেল ও প্রফেসর চৌধুরী লায়লা।

 

পঞ্চগড় জেলা : আলহাজ্ব মো. ইমদাদুল হক, মো. সহিদুল ইসলাম, মো. আব্দুল হানড়বান শেখ, মো. মোশাররফ হোসেন ও মো. আশরাফুল আলম পাটোয়ারী।

 

খুলনা জেলা : বাবু গৌরাঙ্গ কুন্ডু, বাবু সত্যজিৎ সাধু, মো. শামীম আহসান শেখ ইবাদত হোসেন ও জিয়াউল আহসান।

 

সাতক্ষীরা জেলা : আলহাজ্ব গোলাম রব্বানী, শেখ মো. হারিস উল্লাহ, বাবু কল্যান বসু, খন্দকার আলী হায়দার ও শেখ সিরাজুল হক।

 

বাগেরহাট জেলা : মোল্লা এনায়েত হোসেন, বাবু স্বপন কুমার কুন্ড, আনিসুর রহমান, শেখ আবু দাউদ ও সরদার জসিম।

 

যশোর জেলা : বেগম সাজেদা খাতুন, ফাতেমা বেগম, বাবু নাসের সরকার, মো. মইনুল আলম টুলু ও আবুল কালাম সরকার।

 

কুষ্টিয়া জেলা : এম. রেজাউল ইসলাম, মো. নুরুল ইসলাম, মো. মজিবর রহমান, ফটিক, পারভেজ রহমান ও মো. শামসুর রহমান।

 

মাগুরা জেলা : বাবু বিমলেন্দু শিকদার, মো. রফিকুল আলম, এস.এম. হাসানুজ্জামান (টিটো), শাহিনুর রহমান পিকুল ও মো. সেলিম সরদার।

 

নড়াইল জেলা : নারায়ণ চন্দ্র সাহা, বাবু বংশী বদন শী, মো. ওয়াহিদুজ্জামান, বাবু অচিন্ত্য কুমার সাহা ও মো. জাহাঙ্গীর কবীর।

 

ঝিনাইদহ জেলা : খোন্দকার লিয়াকত হোসেন, অধীর কুমার দত্ত, খোন্দকার সাখাওয়াত হোসেন, মো. তৈয়ব আলী ও এম আব্দুল হাকিম আহমেদ।

 

চুয়াডাঙ্গা জেলা : নুর উদ্দিন থানদার, মো. রায়হান উদ্দিন, আবুল কালাম আজাদ, মিসেস সাইফুন্নাহার শাম্মী ও এ. কে. এম মুরাদ।

 

মেহেরপুর জেলা : মো. আব্দুল গনি, মো. ইসরাইল হোসেন, কার্জন আহমেদ, আলহাজ্ব মো. গোলাম রসুল ও আব্দুস সামাদ বিশ্বাস।

 

চট্টগ্রাম জেলা : বাবু নির্মল চন্দ্র দাশ, আব্দুল মান্নান চৌধুরী, সৈয়দ ওয়াহিদুল আলম, মিসেস রাহেলা হোসাইন ও শামসুদ্দিন মাহমুদ।  

   

রাইজিংবিডি/ঢাকা/১৪সেপ্টেম্বর২০১৪/রহমান/শাহনেওয়াজ/সনি