অর্থনীতি

১২ কোটি ৫০ লাখ ডলারের বিদেশি ঋণ অনুমোদন

অর্থনৈতিক প্রতিবেদক : সাত প্রকল্পে ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের বিদেশি ঋণ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

রোববার বৈদেশিক ঋণ অনুমোদন কমিটির ৮৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

 

যে সাত কোম্পানিকে এই ঋণ গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে- ডাচ-বাংলা পাওয়ার এন্ড অ্যাসোসিয়েট ৪ কোটি ৪০ লাখ, ওরিওনের মেঘনা ঘাট বিদ্যুৎ প্রকল্পের জন্য ৪ কোটি ৪০ লাখ, তারাসিমা অ্যাপারেলস লিমিটেড ১ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার, মা-মিম ডেনিম লিমিটেড ১ কোটি ৫০ লাখ, রাইজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪৪ লাখ, নিট কনসার্ন লিমিটেড ১৬ লাখ এবং প্লামি ফ্যাশন লিমিটেড ৫৬ লাখ মার্কিন ডলার।

 

বিদেশি যেকোনো রাষ্ট্রের ব্যাংকের কাছ থেকে এই ঋণ নিতে পারবে সংশ্লিষ্ট কোম্পানি। লন্ডনের আন্তঃব্যাংক লাইবর রেটে এই ঋণের ওপর সুদ আরোপিত হবে।

 

গৃহীত ঋণের বিপরীতে সুদ হার হবে ৪ দশমিক ৫০ থেকে সর্বোচ্চ ৪ দশমিক ৭৪ শতাংশ পর্যন্ত।  সর্বনিম্ন তিন বছরের জন্য এই ঋণ গ্রহন করা যাবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও শিল্প মন্ত্রণালয় এবং বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

বৈঠক সূত্রে জানা যায়, বিদেশি ঋণ গ্রহনে অনুমোদনের জন্য অনেক আবেদন এখনো বাংলাদেশ ব্যাংকে জমা আছে। পর্যায়ক্রমে তা অনুমোদন দেওয়া হবে।

       

রাইজিংবিডি/ঢাকা/২১ সেপ্টেম্বর ২০১৪/নিয়াজ/নওশের